Search
Close this search box.
Search
Close this search box.

apple_storeদক্ষিণ কোরিয়ায় ব্যবসা পরিচালনার জন্য স্যামসাংয়ের এক সাবেক ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দিয়েছে অ্যাপল। স্যামসাংয়ের ডিজিটাল কৌশল বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ব্র্যানডন ইউন। চলতি মাসেই দেশটির অ্যাপল কার্যালয়ে যোগ দিচ্ছেন তিনি, বলা হয়েছে প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে।

ইউনের লিংকডইন প্রোফাইলে দেখা যায় দক্ষিণ কোরিয়ায় অ্যাপলের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করবেন তিনি। বিষয়টি প্রথম নজরে এনেছে ব্লুমবার্গ। স্যামসাংয়ে যোগ দেওয়ার আগে এক দশকের বেশি সময় মাইক্রোসফটে কাজ করেছেন ইউন।

chardike-ad

চলতি বছরই দক্ষিণ কোরিয়ায় প্রথম অ্যাপল স্টোর খুলেছে। স্যামসাংয়ের দেশে স্মার্টফোন বাজারের ১৭ শতাংশ রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির দখলে। আর ৫০ শতাংশের বেশি দখল রেখেছে স্যামসাং।

ইউনের প্রতিষ্ঠানত্যাগ নিয়ে কোনো মন্তব্য করেনি স্যামসাং। আর এ বিষয়ে জানতে সিনেটের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও তাৎক্ষাণিক কোনো মন্তব্য জানায়নি।