সমকামী তরুণীকে বিয়ে করলেন সাবেক মিস আমেরিকান মুকুট জয়ী দেইদ্রে ডাউনস গুন। যুক্তরাষ্ট্রের আলবামা প্রদেশে এ দুই নারী সমকামী বিয়ের আনুষ্ঠানিকতা সেড়েছেন। মঙ্গলবার মার্কিন সাময়িকী পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে ইউএসএ ট্যুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০০৫ সালে মিস আমেরিকা মুকুট জয়ী দেইদ্রে ডাউনস গুন পেশায় চিকিৎসক। তিনি অপর নারী অ্যাটর্নি অ্যাবোট জোনসকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। বিয়ের পর তিনি বলেন, আমাদের পরিবার ও বন্ধুদের সামনে আমাদের দুজনের ভালোবাসার সবচেয়ে অর্থপূর্ণ অঙ্গীকারের অংশ আজকের এই দিনটি।
বিয়ের আনুষ্ঠাকিতা সাড়ার পর বার্মিংহামের শিল্প যাদুঘরে যায় তারা। পেশায় চিকিৎসক ও ইউনিভার্সিটি অব আলবামার অধ্যাপক সাবেক মিস এই আমেরিকানের বয়স ৩৭ বছর।
ডাউনস গুন এর আগে অ্যান্ড্রু গুনের সঙ্গে ২০০৮ সালে সাতপাকে বাঁধা পড়েন। তাদের সেই সংসারে জ্যাক নামে আট বছরের একটি ছেলেও রয়েছে।
কিন্তু পরবর্তীতে সাবেক এই মিস আমেরিকানের সংসার ভেঙে যায়। তবে সমকামী তরুণী অ্যাবোট জোনসের সঙ্গে গুনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল তার ছেলে জ্যাক।