obydul-kaderসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী। গতকাল রোববার রাতে দিল্লিতে বাংলাদেশ মিশনে ওই নৈশভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পর্টির (বিজেপি) আমন্ত্রনে তিনদিনের সফরে ভারতে অবস্থান করছেন। তিনি এই সফরে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

chardike-ad

obydul-kaderনৈশভোজ সভায় কুটনীতিকগণ, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনারগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং সাংবাদিকরা যোগ দেন। ওবায়দুল কাদের এর আগে তাঁর সফরসঙ্গী নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে বিজেপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্যরা তাঁদেরকে স্বাগত জানান।

সূত্র- এনটিভিবিডি