Search
Close this search box.
Search
Close this search box.

maldeavesসকালে ঘুম থেকে উঠে চোখ মেললেই আপনি ভারত মহাসাগরের মাছ ও জলজ প্রাণী দেখতে পারবেন। এমন অসাধারণ সুযোগ করে দিচ্ছে মালদ্বীপের একটি রিসোর্ট। পানির নিচে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে এটিই প্রথম হতে যাচ্ছে। আর অসাধারণ এ বিষয়টি প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে মালদ্বীপ।

maldeavesমালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্ট সম্প্রতি তাদের আবাসন ব্যবস্থাকে নতুন মাত্রা দিতে যাচ্ছে। কনরাড মালদ্বীপস রাংগালি সম্প্রতি তাদের এ প্রকল্পে ১৫ মিলিয়ন ডলার ব্যয় করছে।

chardike-ad

maldeavesপ্রকল্পে থাকছে পানির সাড়ে ১৬ ফুট নিচের বেডরুম। এগুলোকে বিশ্বের প্রথম পানির নিচের হোটেল কক্ষ বলা হচ্ছে। তবে শুধু বেডরুমই নয়, রিসোর্টটিতে পানির নিচের আরো কিছু কক্ষ তৈরি করা হচ্ছে দর্শনার্থীদের জন্য। এখনো প্রকল্পনি নির্মাণাধীন পর্যায়ে আছে এবং নভেম্বর মাসে তা চালু হবে বলে আশা করা হচ্ছে।