প্রথম সেটে ২৬-২৪ পয়েন্টে হেরে যাওয়ায় অনিশ্চয়তা ভর করেছিল বাংলাদেশ শিবিরে। তাহলে কী বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করতে পারবে না আগেরবারের চ্যাম্পিয়নরা?
গত ডিসেম্বর নেপালের কাছে দুটি ফ্রেন্ডলি ম্যাচের হারের কথাই তখন ভাসছিল সবার মুখে। না, হারতে হয়নি। শেষ পর্যন্ত নেপালকে ৩-১ সেটে হারিয়েই ঘরে মাঠে আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্ট শুভ সূচনা করেছে বাংলাদেশ।
শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ৬ জাতির এ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। নেপালের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম সেটে ২৬-২৪ পয়েন্টে হেরে দ্বিতীয় সেট জেতে ২৫-১৮ পয়েন্টে। তৃতীয় সেট ২৫-১৪ পয়েন্টে জিতে বাংলাদেশ ২-১ এ এগিয়ে যায়। শেষ সেট জিতে ৩-১ ব্যবধানে নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে সোমবার মালদ্বীপের বিরুদ্ধে।