Search
Close this search box.
Search
Close this search box.

taskinইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে খেলা হচ্ছে না টাইগার পেসার তাসকিন আহমেদের। বর্তমানে আছেন পুনর্বাসনে। এবার দ্রুত মাঠে ফেরার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই পেসার। রাজধানীর একটি হোটেলে মোবাইল কোম্পানি অপ্পোর ‘এফ সেভেন’ নামের একটি সেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তাসকিন বলেন, ‘আপনাদের কাছে দোয়া চাই। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। বাংলাদেশের হয়ে খেলতে পারি।’

chardike-ad

তিনি আরও বলেন, আমার খেলা চলছিল। আনফরচুনেটলি আমি ইনজুরড হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারি।’

বর্তমানে পুনর্বাসনে রয়েছেন তাসকিন। পিঠের পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় তাকে ক্রিকেট বোর্ড থেকে এ পুনর্বাসন দেয়া হয়। যেখানে এক থেকে দেড় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

এদিকে শুধু তাসকিনই নন, ইনজুরিতে মাঠের বাইরে আছেন মুশফিকুর রহীম, নাসির হোসেন ও মেহেদী মিরাজ।