ক্রিকেট মাঠে আগ্রাসী মনোভাবের জন্য বিখ্যাত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সেরা ফলাফলের জন্য সর্বদা উন্মুখ থাকেন কোহলি। ফলে সতীর্থ কিংবা প্রতিপক্ষ সবার প্রতিই ক্ষ্যাপাটে চেহারাই প্রকাশ করেন তিনি। মাঠে যতক্ষণ থাকেন, ততক্ষণ নিজের আলাদা এক প্রভাব বিস্তার করেন তিনি।
এবার তার আগ্রাসনের স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’। ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার টাইমের প্রকাশিত এই ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
চলতি বছর নিয়ে টাইম ম্যাগাজিন ১৫তম বারের মতো বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকা তৈরি করেছে। প্রভাবশালী ব্যক্তিদের কার্যকলাপ, উদ্ভাবন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টাইম’ প্রত্যেক বছর একশ জনকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে বেছে নেয়।
এ তালিকার ব্যাপারে টাইমের সম্পাদক বলেছেন, ‘এই ১০০ জন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী এবং পুরুষ। তবে তারা সবচেয়ে ক্ষমতাবান নন। কারণ হিসেবে তিনি বলেন, ক্ষমতা হচ্ছে সুনির্দিষ্ট কিন্তু প্রভাব অত্যন্ত সূক্ষ্ণ।’