Search
Close this search box.
Search
Close this search box.

gayleতার মতো একজন ব্যাটসম্যানকে প্রথম দুই ম্যাচ বসিয়ে রেখেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ক্রিস গেইলকে মূল্য না দিয়ে যে কী ভুল করেছে, সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছে প্রীতি জিনতার দল। সুযোগ পেয়ে এবারের প্রথম ম্যাচেই ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে এসে তো সেঞ্চুরিও তুলে নিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব।

সেঞ্চুরিটাও যেনতেনভাবে তুলে নেননি। তুলেছেন একেবারে গেইলীয় স্টাইলেই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৮ বলেই সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় ওপেনার গেইল। আইপিএলে যেটি তার ষষ্ঠ সেঞ্চুরি।

chardike-ad

শেষ পর্যন্ত ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন গেইল। দানবীয় এই ইনিংসটিতে চার বলতে গেলে নেই, ১টি চারের পাশে ১১টি ছক্কা হাঁকিয়েছেন গেইল!

আজকের দিন পর্যন্ত এবারের আইপিএলের সর্বোচ্চ ইনিংসটি ছিল রোহিত শর্মার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫২ বলে ৯৪ রান করেছিলেন ভারতীয় এই ওপেনার। গেইল তাকে ছাড়িয়ে গেলেন, একেবারে রাজকীয় ভঙ্গিমায়।