Search
Close this search box.
Search
Close this search box.

bananaযুক্তরাজ্যের সুপারমার্কেট আসডা থেকে অনলাইনে মেয়ের জন্য একটি কলা কিনেছিলেন ববি গর্ডন নামে এক নারী। এরপর তিনি জানতে পারলেন, সেই কলার বিল হয়েছে ৯৩০ পাউন্ড বা বাংলাদেশি টাকায় এক লাখ ১০ হাজার টাকা।

যদিও এর দাম হওয়ার কথা ১১ পেন্স বা কমবেশি ১৩ টাকার মতো। নটিংহ্যামের শেরউডের বাসিন্দা ববি গর্ডন বলেন, প্রথমে বিলটি দেখে তিনি হতবাক হয়ে যান।

chardike-ad

তার ক্রেডিট কার্ডে বিলটি চার্জ করা হলেও কার্ড কোম্পানির প্রতারণা ঠেকানোর টিম সেটি আটকে দিয়ে তাকে ক্ষুদে বার্তা পাঠায়। গর্ডন প্রথমে বিলটি দেখে অবাক হলেও তিনি এবং তার স্বামী ভেবেছিলেন এটা হয়তো দোকানের ভুল হয়েছে। তারা বিষয়টি ধরতে পারবে।

কিন্তু যখন এ জন্য আবার তার ক্রেডিট কার্ডে চার্জ করা হয়, তখন তারা সত্যিই হতবাক হয়ে যান। একে কম্পিউটারের ভুল জানিয়ে ক্ষমা চেয়েছে আসডা। আসডার একজন মুখপাত্র বলছেন, যদিও আমাদের কলাগুলো চমৎকার, কিন্তু এটি ঠিক যে, তার দাম এত নয়। এটি নিঃসন্দেহে কম্পিউটারের একটি ভুল।

তারা বলছেন, আমরা গর্ডনকে ধন্যবাদ জানাই, যে তিনি বিলটি যাচাই করে দেখেছেন। এরকম ভুল যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। গর্ডন বলেন, এর পর আমি আমার সাত বছরের মেয়েকে বললাম, তোমার উচিত কলাটা খুব মজা করে খাওয়া, প্রতিটি কামড় ভালো করে খাওয়া উচিত।