স্মার্ট ফোন যুগের গোড়া থেকেই স্যামসাং এবং অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা লেগেই রয়েছে। সংস্থা দু’টির মধ্যে পেটেন্টগত ঝামেলাও একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছে। তবে জনপ্রিয়তার দিক থেকে দুটি প্রতিষ্ঠানই রয়েছে এগিয়ে। তবে ব্যবহারকারীদের মতে, স্যামসাং গ্যালাক্সি সিরিজে এমন সব ফিচার রয়েছে যা অ্যাপলের আইফোনের তুলনায় অনেক সহজসাধ্য। আবার আইফোন ব্যবহারকারীরা বরাবরই স্মার্টফোনের জন্য অ্যাপলকে এগিয়ে রাখেন।
সম্প্রতি স্যামসাং বাজারে এনেছে তাদের স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি এস ৯। অন্যদিকে অ্যাপল বাজারে ছেড়েছে আইফোন এক্স। দুটি প্রতিষ্ঠানই বলছে, তাদের ক্যামেরায় তোলা ছবি সবচেয়ে নিখুঁত আর সেরা। এই বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দি সান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দু’টি স্মার্টফোনের তোলা ছবির মধ্যে কোনটি সেরা।
১. দুটি ছবির মধ্যে স্যামসাংয়েরটি সেরা মনে হলেও নিখুঁত হিসেবে এগিয়ে থাকবে আইফোন।
২. স্যামসাং’এর ছবিটি সবার দৃষ্টি আকর্ষণ করলেও প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে আইফোনের ক্যামেরাতেই।
৩. প্রথম ছবিটি অনেকটাই উজ্জ্বল হলেও দ্বিতীয়টিতে বোঝা যাচ্ছে আসল চিত্রটি।
৪. এই ছবি দু’টির ক্ষেত্রে কিন্তু এগিয়ে স্যামসাং..
৫. উজ্জ্বল ছবি হলেই যে তা নিখুঁত হয় না, এই ছবিই তার প্রমাণ।
৬. রেজ্যুলেশনের দিক থেকে কিন্তু কেউ কারও চেয়ে এগিয়ে নয়!