Search
Close this search box.
Search
Close this search box.

sachinসব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৩ সালে। তবে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এখনো যে কমেনি তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। মুম্বাইয়ে নিজের ব্যক্তিগত কাজ সেরে ফেরার পথে রাস্তায় কয়েকজনকে ক্রিকেট খেলতে দেখে নিজেকে ফিরিয়ে রাখতে পারলেন না। গাড়ি থেকে নেমে রাস্তায়ই খেলা শুরু করে দিলেন।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ভিডিওটি পোস্ট করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাতে কয়েকজন ছেলে রাস্তায় ক্রিকেট খেলছিল। ওই সময় গাড়ি থেকে নেমে শ্চীন এগিয়ে গেলেন তাদের দিকে। ব্যাট হাতে তুলে নিয়ে ব্যাটিংও করলেন। খেলতে খেলতেই কথা বলছিলেন ওই তরুণদের সঙ্গে।

chardike-ad

জানা যাচ্ছে সংশ্লিষ্ট এলাকায় হোটেলে কাজ করে ওই ছেলেগুলি। কাজ শেষ করে তাই রাতে রাস্তায় ব্যাট-বল হাতে নেমে পড়েছে ওরা।