রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যা্ওয়া রাজীব হোসেনের দুর্ঘটনার জন্য সড়ক ব্যবস্থাপনা দায়ী নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার রাজধানীর হাতিরঝিলে ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, চালকদের অসচেতনতা ও রেষারেষির কারণেই এটা হয়েছে। তাই চালকদের আরও সচেতন হতে হবে বলে জানান সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, একটি গুরুত্বপূর্ণ পত্রিকায় দেখলাম রাজীবের দুর্ঘটনার জন্য সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। এটা কীভাবে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত? রাজীবের দুর্ঘটনা খারাপ রাস্তা বা সড়ক অব্যবস্থাপনার কারণে হয়নি। এটা পরিবহন অব্যবস্থানার জন্য হয়েছে।
উল্লেখ, গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ১২টা ৪০ মিনিটে মারা যান রাজীব হোসেন।