Search
Close this search box.
Search
Close this search box.

boishakhবাংলা ও বাঙালিদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ। বাংলা ভাষা ও সনের প্রতি শ্রদ্ধা নিয়েই দিবসটি উৎযাপন করা হয় সারাদেশে। তবে রাজধানীর কিছু যুবক হিন্দি গান বাজিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে সমালোচনার জন্ম দিয়েছেন।

শনিবার রাজধানীর শাহজাদপুর থেকে ট্রাকে উঠে হিন্দি গানের সাথে নেচে বাংলা নববর্ষ উদযাপন করে তারা। ট্রাকে থাকা রাসেল নামের একজন জানান, বন্ধুরা মিলে এভাবে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই শাহজাদপুরে থাকি। কেউ হাইস্কুলে, কেউ কলেজে পড়ি।

chardike-ad

হিন্দি গান চালানোর বিষয়ে তিনি বলেন, বাংলা গানের সঙ্গে ভাব তেমন একটা আসে না। হিন্দি গানের সঙ্গে বাজনা যেমন আসে, তেমনি ভাবও আসে।
অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক রিপোর্টে জানা গেছে একথা।