বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও ব্যয়বহুল গাড়ি কার্লমান কিং। মূল্য ১ দশমিক ৫৬ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় যা ১৫ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৯৬৭ টাকা।
কেন এত দাম এই গাড়ির? চীনা কোম্পানি আইএটি’র ডিজাইন করা এই গাড়ির রাজা কিন্তু বুলেটপ্রুফ। এর ভিত্তি ফোর্ড এফ ৫৫০ পিকআপ ট্রাক। ইউরোপের একটি দল এটি নির্মাণ করে।
গাড়ির ভেতরে যাত্রীদের জন্য রয়েছে লা জেড বয় সোফা, কফির স্বাদ নেওয়ার জন্য কফি মেশিন ও ফ্ল্যাট স্ক্রিন টিভি। আরামের পাশাপাশি এর সৌন্দর্য বাড়ায় এর নিয়ন লাইট, ইলেকট্রিক টেবিল, বায়ু বিশুদ্ধকরণ ব্যবস্থা ও ফ্রিজ।
গাড়িটির অন্যান্য বিলাসবহুল টুলের মধ্যে রয়েছে হাই ফাই সাউন্ড, প্রাইভেট সেফ, পিএস ৪, ফোন সুরক্ষা ব্যবস্থা রয়েছে। আরো চাইলে স্যাটেলাইট টিভি বা স্যাটেলাইট ফোনও পেতে পারেন।
কার্লমান কিংয়ের সর্বোচ্চ গতি প্রতিঘণ্টায় ১৩৯ কিলোমিটার। গাড়িটির ডিজাইন একটু অন্যরকম। বডি প্যানেলে বেশ অনেকটা খাঁজ কাটা। এর ডিজাইন তৈরিতে ১৮০০ মানুষ জড়িত ছিল।