পানামা পেপার্স কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী পদে অযোগ্য হয়েছিলেন নওয়াজ শরীফ। এবার আজীবনের জন্য পাকিস্তানের নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করা হলো।
শুক্রবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আজীবন নির্বাচনে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছেন। এর ফলে পাকিস্তানের আর কোনো নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না এবং দেশের পার্লামেন্টের সদস্যও হতে পারবেন না।
২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্ট তাকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে। পরে বাধ্য হয়েই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়।