Search
Close this search box.
Search
Close this search box.

japan-policeজাপানে কারাগার থেকে পালানো এক চোরকে খুঁজতে মাঠে নেমেছে শতাধিক পুলিশ। ব্যাপক তল্লাশির কারণে হিরোশিমার কাছে অবস্থিত একটি দ্বীপে রীতিমতো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত রোববার এহিম কারাগার থেকে পালিয়ে যায় ২৭ বছরের তাতসুমা হিরাও। চুরির অভিযোগে সে সাড়ে পাঁচ বছর সাজা খাটছিল। পুলিশের সন্দেহ সে কারাগার থেকে পালানোর পর চুরি করা একটি গাড়ি নিয়ে সেতু পার হয়ে কাছেরই মুকাইশিমা দ্বীপে চলে গেছে।

chardike-ad

১৬ হাজার বাসিন্দার ওই দ্বীপটিতে পুলিশ তাতসুমাকে খুঁজতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। কোনো খালি বাড়ি বা কুড়েঘরও তারা বাদ দিচ্ছে না। ইতিমধ্যে এক হাজার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। সড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এর ফলে শুনশান শহরটিতে রীতিমতো বিরল যানজট দেখা দিয়েছে।