Search
Close this search box.
Search
Close this search box.

farmgate-femaleরাজধানীর ফার্মগেটে বেপরোয়া বাস চালানোর শিকার এক নারী। বাসের চাপায় তার ডান পা থেঁতলে গেছে। আজ বুধবার সকাল নয়টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।আহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পথচারীরা তাঁকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।farmgate-female-01

নিউ ভিশন নামের বাস ও বাসের চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বাসটি মতিঝিল থেকে চিড়িয়াখানা সড়কপথে চলাচল করে।

chardike-ad

ঘটনার প্রত্যক্ষদর্শী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চালর্স প্রীতম বলেন, আনন্দ সিনেমা হলের সামনে বাস থেমে যাত্রী ওঠা-নামা করে। সেখান সড়কে উঁচু বিভাজক আছে। ওই বিভাজকের ওপর যাত্রীরা দাঁড়ান। সকাল নয়টার দিকে এক নারী সড়ক থেকে উঁচু বিভাজকের ওপর উঠতে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেঁষে এগিয়ে আসে। বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। এতে তাঁর ডান পায়ের হাঁটু ও নিচের অংশ থেঁতলে যায়।

চালর্স প্রীতম বলেন, তিনি উদ্যোগী হয়ে বাস ও বাসের চালককে আটক করেন। পরে অন্যরাও এগিয়ে আসেন। কাছেই পুলিশ বক্স। বাসচালককে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। আর আহত নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

কয়েক দিন আগেই রাজধানীতে দুই বাসের টক্করে এক হাত হারান কলেজছাত্র রাজীব হোসেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। -প্রথম আলো