বাংলাদেশের সন্তান শেহজাদ নূর তাউস বর্তমানে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করছেন। পাশাপাশি ‘ডিপ লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে কাজ করছেন আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াতে।
সম্প্রতি বাংলাদেশি এ তরুণের প্যান্টেন্ট ‘ইউএস প্যাটেন্টস অ্যান্ড ট্রেডমার্কস’ অফিসের তালিকাভুক্ত হয়েছে। শেহজাদের প্যাটেন্টের নাম ‘থ্রিডি অবজেক্ট লোকালাইজেশন ফর অবস্টাকল অ্যাভয়ডেন্স ইউজিং ওয়ান-শট সিএনএন’।
গত সপ্তাহে তার এই প্যাটেন্ট তালিকাভুক্ত হয়। তার প্রথম প্যাটেন্ট অ্যাপ্লিকেশন এটি। প্রথম কাজের সফলতায় অনেক খুশি তিনি। এ সম্পর্কে শেহজাদ বলেন, ‘কেমন লাগছে তা বলে বোঝাতে পারবো না।’
জানা যায়, শেহজাদের প্যাটেন্টটি কেবল প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষার প্রহণ গোনা।