Search
Close this search box.
Search
Close this search box.

fog-airport-plane৩৪৫ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি প্লেন অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। প্লেনটি আকাশে উড়ার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে জরুরি অবতরণ করান প্লেনটির পাইলট। খবর এনডিটিভি।

এবিজি ৮৭৭২ প্লেনটি রাশিয়ার উইকাতেরিনবার্গ বিমানবন্দর থেকে ভিয়েতনামের দিকে যাচ্ছিল। হঠাৎ পাইলটের নজরে আসে যান্ত্রিক ত্রুটির বিষয়টি। এরপরই কাছে থাকা দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন প্লেনটি। সঙ্গে সঙ্গে আটটি দমকল ও অ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়। যদিও আগুন লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। সব যাত্রীরা সুরক্ষিত ছিলেন বলে জানা যায়।

chardike-ad