দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বারের মতো জাপান নৌবাহিনীকে আধুনিক সজ্জায় সজ্জিত করল। জাপান এবার একটি মেরিন ইউনিট চালু করল। নিজেদের রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে টোকিও। তবে মুখে একথা বললেও এর মাধ্যমে আসলে চীনের ওপর চাপ বজায় রাখতে চাইছে জাপান।
জাপানের উপপ্রতিরক্ষামন্ত্রী তোমোহিরো ইয়ামামোতো বলেন, জাপানের চারপাশে বেড়ে চলা প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক জটিল অবস্থার প্রেক্ষাপটে নিজেদের রক্ষার জন্য কঠিন এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
মেরিন ইউনিট চালু উপলক্ষে কিইয়ুশু দ্বীপের কাছে সাসেবো সামরিক ঘাঁটিতে অ্যামফিবিয়াস র্যাপিড ডিপ্লয়মেন্ট ব্রিগেডের ১,৫০০ সদস্যকে মোতায়েন করা হয়। তাদেরকে সেখানে প্রতিকূল আবহাওয়ার মধ্যে রাখা হয়। যাতে তারা যেকোন আপদকালীন পরিস্থিতির মোকাবিলা করতে পারে। এদিন তারা ২০ মিনিট ধরে দুর্গম দ্বীপ দখলের মহড়া পরিচালনা করেন।কলকাতা টুয়েন্টিফোর।