khosru

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ‘ধর্ষণ’ নিয়ে। প্রতিদিনই দেশের কোনো না কোনো প্রান্ত থেকে ‘ধর্ষণ’ এর খবর আসছে। ধর্ষণের বিষয়গুলোকে উসকে দেয়ার জন্য অনেকেই ভারতীয় টিভি চ্যানেলকেই দায়ী করেন। ভারতীয় টিভি চ্যানেলের সিরিয়ালের মধ্য দিয়ে পরকীয়া সম্পর্ক এবং সামাজিক অবক্ষয়ের নানা বিষয়কে উসকে দেয়ার অভিযোগ অনেক দিনের। ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশের নিষিদ্ধ করার দাবিও এসেছে বিভিন্ন সময়।

chardike-ad

জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু মনে করেন, ধর্ষণের জন্য ভারতীয় টিভি চ্যানেল দায়ী। নিজের ফেসবুকে লেখা এক স্ট্যাটাসে স্বাধীন খসরু বলেন, ‘বাংলাদেশে ধর্ষণ কমবে না, যতদিন না ধর্ষণে বিশ্বের ১ নম্বর ইন্ডিয়ার ফালতু সুড়সুড়ি মার্কা, পরকীয়া টিভি চ্যানেল বন্ধ না হবে।’

অপর একটি ফেসবুক স্ট্যাটাসেও স্বাধীন খসরু লিখেছেন, ‘বাংলাদেশে স্টারপ্লাস’সহ সব ইন্ডিয়ান উত্তেজক, সুড়সুড়ি, পরকীয়ামূলক, গাজাখুরি টিভি চ্যানেল বন্ধ করা হোক, ধর্ষণ কমে যাবে।’

এই অভিনেতার স্ট্যাটাসে নানারকম মন্তব্য করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। কেউ কেউ স্বাধীন খসরুর বক্তব্যের সঙ্গে ভিন্ন মতপ্রকাশ করছেন। আবার কেউ কেউ স্বাধীন খসরুর মতের সঙ্গে সহমত পোষণ করছেন।