shofiurদক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ফেনীর এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে জোহানেসবার্গে এ ঘটনা ঘটে।

নিহত সফিকুর রহমান (৩২) দাগনভূইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের জাঙ্গালিয়া বড় বাড়ির আবদুর রহমান মানিকের ছেলে। নিহতের ছোট ভাই জিয়াউর রহমান জানান, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যান তার মেঝ ভাই সফিকুর রহমান। সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

chardike-ad

‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানে হানা দিয়ে মালামাল লুট করতে গেলে সফিকুর রহমান বাধা প্রদান করেন। তখন হামলাকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’

নিহত সফিকুর রহমানের মরদেহ দ্রুত দেশে আনতে দক্ষিণ আফ্রিকায় বাংদেশের দূতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।