দক্ষিণ কোরিয়ায় সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে।

chardike-ad

দেশটির বিমানবাহিনী জানায়, গত বৃহস্পতিবার সামরিক ঘাঁটি থেকে এফ-১৫ কে মডেলের একটি যুদ্ধবিমান উড্ডয়নের পর পাহাড়ি অঞ্চলে পৌঁছালে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানটির বিধ্বস্ত অংশ খুঁজে পাওয়া গেলেও দুই পাইলটের ভাগ্যে কি পরিণতি হয়েছে তা জানা জায়নি।

বিমানবাহিনীর ধারণা, তাদের কেউই বেঁচে নেই। দুর্ঘটনার কারণ জানা না গেলেও দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।