মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় গুয়াংজুর চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি, চোসান ইউনিভার্সিটি ও গুয়াংজু ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজি (জিআইএসটি) এর বাংলাদেশী শিক্ষার্থীদের আয়োজনে গত ৩১ মার্চ চোসান ইউনিভার্সিটির বায়োমেডিক্যাল সায়েন্স বিভাগের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চোসান ইউনিভার্সিটির বায়োমেডিক্যাল সায়েন্স বিভাগের পিএইচডি গবেষক মোঃ আমিনুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে চোসান ইউনিভার্সিটির মাস্টার্স শিক্ষার্থি সামসুদ্দিন আহমেদ খোকন মহান স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি প্রবাসে বাংলাদেশী আইডেনটিটি তৈরী করার উপর জোর দেন। গুয়াংজু ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির পোস্ট-ডক্টরাল রিসার্চার ও মুক্তিযুদ্ধা সন্তান ডঃ শামসুদ্দিন আহমেদ হাসনাত মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরেন। তিনি মেধার দিক থেকে বাংলাদেশীদের এগিয়ে যাওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ডঃ মোঃ গোলাম হাফিজ শওকত ।
চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিঃ বিষয়ের পিএইচডি গবেষক মোঃ সাইফুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
মুহাম্মদ আসাদুজ্জামান, খোয়াংজু থেকে।