Search
Close this search box.
Search
Close this search box.

tea busness২০০২ সালে ভারতে ঘুরতে এসেছিলেন মার্কিন মহিলা কলেরাডোর ব্রুক। এসময় তিনি চা খেয়েছিলেন! কিন্তু সে তো কত পর্যটকই খান। তবে এই ভারতীয় চা রীতিমতো পছন্দ হয়ে গিয়েছিল ব্রুকের। তাই চার বছর পর নিজ দেশে ফিরে খুলেছিলেন ভারতীয় চায়ের স্টল। নাম দেন ভক্তি চা।

তবে আসল ঘটনা হলো, একজন মার্কিনী হয়ে ভারতীয় চায়ের স্টল খুলে ২০০৭ সাল থেকে যে ব্যবসা শুরু করেন তিনি, ২০১৮ সালে তার টার্ন ওভার দাঁড়িয়েছে সাত মিলিয়ন ডলার।

chardike-ad

আমেরিকার একটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের বিশেষত্ব চায়ের ইনফিউশন। ভারতীয় চাকে মার্কিনী মোড়কে পেশ করেন ব্রুক। সেখানেই ম্যাজিক! ২০০৭ সালে যাত্রা শুরু করে কিছু সময়ের মধ্যেই বিস্তর জনপ্রিয়তা লাভ করেন তিনি। এছাড়া, ২০১৭ সালে ভক্তি চা’র একটা ওয়েবসাইটও খুলেছে তিনি।

সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের জননী ব্রুক ইতিমধ্যেই উঠতি ব্যবসায়ীদের মধ্যে প্রথম পাঁচে নিজের জায়গা করে নিয়েছেন। সফল ব্যবসায়ী হিসেবে খেতাবও পেয়েছেন তিনি।