Search
Close this search box.
Search
Close this search box.
বেবি
সংগৃহীত ছবি

খাবার খেয়ে বদহজম অনেকের হয়। সেই বদহজমের জেরে হাসপাতালে যেতে হয়েছিল এক নারীকে। কিন্তু চিকিৎসকদের কথাতে হতবাক হয়ে যান তিনি।

খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা এমারসন নামে এক নারী, চাইনিজ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পেট ফুলে যায় তার। পেটে যন্ত্রণা হওয়াতে এমারসনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকেন তার হবু স্বামী ব্রায়ান ওয়েস্টারফিল্ড। এবং পথেই তিনি জন্ম দেন এক পুত্র সন্তানের।

chardike-ad

প্রসঙ্গত, এমারসনের দাবি, তিনি কোনওভাবেই বুঝতে পারেননি যে তিনি আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন। গর্ভবতী মহিলাদের শরীরে যে লক্ষণগুলি সাধারণ চোখে ধরা পড়ে, তার কোনও কিছুই তাঁর ক্ষেত্রে পরিস্ফূট ছিল না বলে জানান মহিলা। গর্ভবতী হওয়ার জন্য সামান্য ওজন বেড়েছিলর। কিন্তু, সেটাকে আদৌ পাত্তা দেননি তিনি।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে, এমারসন ৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রসঙ্গত, এর আগে সেই নারী জন্ম দিয়েছিলেন তার প্রথম সন্তানের। কথায় বলে, যার শেষ ভাল তার সব ভাল। এমারসন ও তার সদ্যোজাত পুত্রসন্তান এলিভার জেমস ভাল আছে।