যুক্তরাষ্ট্রের ভিসার জন্য নতুন নিয়ম প্রবর্তন করেছে। এ নিয়মে যে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে চায় তাকে সামাজিক মাধ্যমের পাঁচ বছরের বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়াও তাদের সামাজিক মাধ্যমের নাম, পূর্বের ই-মেইল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে।
বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে এই নির্দেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এই নীতি অভিবাসী এবং যারা অভিবাসী নয় তারা এই নতুন আইনের আওতায় আসবেন। এই নতুন আইন আমেরিকার ১৪ মিলিয়ন নন-ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী প্রভাবিত হবেন।
এবার থেকে ভিসার জন্য আবেদনকারী সোশ্যাল মিডিয়ায় কী ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত, কী ধরনের গ্রুপের সদস্য বা কী ধরনের পোস্ট করে থাকেন তা খতিয়ে দেখবে মার্কিন প্রশাসন। ওই ব্যক্তি আমেরিকার নিরাপত্তার জন্য কোনও রকম ভাবে ক্ষতিকর কিনা, তা তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি দেখা যাচাই করা হবে।
এছাড়া কোনও দেশ থেকে তাকে কখনও বিতাড়িত করা হয়েছে কিনা, তা জানাতে হবে। ওই ব্যক্তির কোনও দূর বা নিকট আত্মীয় সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে যুক্ত কিনা, দিতে হবে সেই তথ্যও। এসব তথ্য বিস্তারিত জানাতে ভিসা আবেদনকারীকে ৬০ দিনের সময় দেয়া হবে।