অ্যাপলের বিরুদ্ধে কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার মোট ৬৩,৭৬৭ জন ব্যবহারকারী। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে ব্যবহারকারীদের পক্ষে দক্ষিণ কোরিয়ার হানুরি নামের একটি স্থানীয় প্রতিষ্ঠান এই মামলাটি করে।
দক্ষিণ কোরিয়ার প্রধান সংবাদ সংস্থা ইয়নহাপ জানিয়েছে হানুরি সিউল সেন্ট্রাল ডিসট্রিক্ট কোর্টে এই মামলাটি করেছে। বাদী প্রতি ব্যবহারকারীর জন্য দুই লাখ উওন ক্ষতিপূরণ দাবি করেছে। সব মিলিয়ে মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় ১২৭৫ কোটি উওন যা মার্কিন ডলারে ১১.৯ মিলিয়ন ডলার।
মামলাকারীদের অভিযোগ নতুন আইফোন বাজারে আনার পর সফটওয়্যার কারসাজির মাধ্যমে অ্যাপল আগের আইফোনগুলোর গতি কমিয়ে দেয়। এর ফলে ব্যবহারকারীরা নতুন আইফোন কিনতে বাধ্য হয়। অ্যাপলের দাবি নির্দিষ্ট কিছু মডেলের আইফোনকে নিজেই নিজেই বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা করতে অ্যাপলের সফটওয়্যার দিয়ে ইচ্ছাকৃতভাবে সেগুলোর গতি কমিয়ে দেওয়া হয়েছে।
হানুরির দাবি যদিও অ্যাপল আইওএস আপগ্রেডের মাধ্যমে আইফোনগুলোর এই সমস্যা শনাক্ত করেছে। তবে তারা ব্যাটারির সমস্যা ঢাকতে আর নতুন মডেলগুলোর বিক্রি বাড়াতে এই সত্য লুকিয়েছে।