Search
Close this search box.
Search
Close this search box.

moon-kim

আগামী ২৭ এপ্রিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুই দেশের একত্রীকরণ মন্ত্রণালয় এক যৌথ ঘোষণার এ কথা জানিয়েছে। কোরীয় যুদ্ধের পর দুই দেশের মধ্যে এটি হবে তৃতীয় বৈঠক।

chardike-ad

দুই নেতার বৈঠকের আগে আগামী ৪ এপ্রিল দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দুই প্রধানের বৈঠকের প্রস্তুতিমূলক এই বৈঠকে প্রটোকল, নিরাপত্তা ও মিডিয়া কাভারেজের বিষয় নিয়ে আলোচনা হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে গত রোববার পূর্ব ঘোষণা ছাড়া চীন সফর করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। বিশ্লেষকদের অনেকেই বলছেন বৈঠকের আগে প্রস্তুতি হিসেবে চীন সফর করেছেন কিম। অনেকেই কিম চীন ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বিশ্বকে বোঝানোর জন্য বেইজিং সফর করেছেন বলে ধারণা করছেন।

মুনের সাথে কিমের বৈঠকের দিন ধার্য্য হলেও মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়নি।