মালয়েশিয়ায় গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
কুয়ানতান শহরে বুধবার স্থানীয় সময় বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউ স্ট্রেট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, চালকের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
তেমারলো জেলা পুলিশের প্রধান কর্মকর্তা জুনদিন মাহমুদ জানান, আহত ব্যক্তিরা নিহত এক ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। তার নাম হোসাইন ফরহাদ (৩৬)। তিনি শ্রমিক হিসেবে এখানে কাজ করতেন।
আহতদের বারনামা সুলতার হাজি আহমদ শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।