বলিউডে এখনও পা রাখেননি শাহরুখ কন্যা। কিন্ত তাতে কি? আগেই তার রূপে ঘায়েল হয়েছেন অনেকেই। কখনও বিয়েবাড়ির অনুষ্ঠানে লেহেঙ্গায়। আবার কখনও কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওয়েস্টার্ন লুকেও ভক্তদের মন জয় করেছেন সুহানা খান। এবার সুইম স্যুটেও উত্তাপ ছড়ালেন তিনি। খবর এবেলার।
সুহানা তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই সুইমস্যুট পরা ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক বান্ধবীর সঙ্গে সুইমিং পুলে জলকেলিতে মেতেছেন সুহানা। সুইম স্যুটে সুহানার আত্মবিশ্বাস দেখলেই বোঝা যায়, তিনি কিং খান এর কন্যা। সুইমিং পুলে সুহানার স্নানের দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এর আগেও মঞ্চে সুহানার অভিনয়ের একটি দৃশ্য ভাইরাল হয়। তখনই তার অভিনয় দেখে বোঝা যায়, বলিউডে পা রাখতে বেশি দেরি নেই তার। শাহরুখ খান সুহানা সম্পর্কে একটি টকশোতে বলেন, সুহানা খুব লাজুক। ও অভিনেত্রী হতে চায়। সুহানা যদি হিন্দি ছবির নায়িকা হয় আমি সবচেয়ে বেশি খুশি হব।