Search
Close this search box.
Search
Close this search box.

অবৈধভাবে কাজ করার অপরাধে ১০ জন বিদেশীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার জেজু ইমিগ্রেশন। তারা দ্বীপটির একটি গলফ রিসোর্টে অবৈধভাবে কাজ করে আসছিল। অবৈধভাবে কাজ করতে দেওয়ায় গলফ রিসোর্টে কর্মরত পরিচালককেও আটক করা হয় এবং আইন অনুযায়ী জরিমানা করা হয়। পুলিশ ও ইমিগ্রেশন কর্মকর্তারা গত ১২ মার্চ জেজু গলফ রিসোর্টে এই অভিযান চালায়।

chardike-ad

গত বছর জেজুর কৌঁসুলিরা ৩৬০ জন অবৈধ চীনা শ্রমিকদের নিযুক্ত করার জন্য স্বনামধন্য জেজু গলফ রিসোর্টের তিন পরিচালককে অভিযুক্ত করেছিলেন।

জেজুতে কনস্ট্রাকশন, কলকারখানা এবং কৃষি কাজগুলো বিদেশী অবৈধভাবে বসবাসকারী চায়নিজদের উপর নির্ভরশীল। আইন মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় ২০১৬ সালে অবৈধ অভিবাসীদের সংখ্যা ছিল ২০৮,৯৭১ জন। যা পাঁচ বছরে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।