shahin bepariনেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহিন ব্যাপারীও চলে গেলেন না ফেরার দেশে। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২। এর মধ্যে ২৭ জনই বাংলাদেশি।

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, শাহিন ব্যাপারীর অবস্থা দ্রুত অবনতি হতে থাকলে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপরও তার সাপোর্ট ঠিকঠাক কাজ করছিল না।

chardike-ad

তিনি বলেন, এ পর্যন্ত তার তিনটি অস্ত্রোপচার করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

শাহিনের স্ত্রী রিনা আক্তার জানান, রোববারের অস্ত্রোপচারের পর থেকেই তার স্বামীর কথা বন্ধ হয়ে যায়।

গত ১২ মার্চ কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ মোট ৫০ যাত্রী নিহত শাহিনসহ ১০ জন আহত হন।

নেপালে ছয় দিন চিকিৎসার পর গত ১৮ মার্চ শাহিনকে দেশে এনে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং আজ সোমবার তিনি জীবন যুদ্ধে হেরে না ফেরার দেশে চলে যান।