Search
Close this search box.
Search
Close this search box.
Business woman working late

কর্মীদের বাড়তি সময় ধরে কাজ করা বন্ধ করতে কম্পিউটার বন্ধ করার উদ্যোগ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে কর্মীদের বাড়তি সময় ধরে কাজ করার যে সংস্কৃতি তৈরি হয়েছে তা বন্ধ করতে চাচ্ছে দেশটির সরকার। কর্মীরা যাতে সময় মতো কাজ ছেড়ে বের হন তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার এই উদ্যোগে শুক্রবার রাত ৮ টায় কর্মীদের কম্পিউটার বন্ধ করে দেওয়া হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

chardike-ad

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কাজ করা কর্মীদের দেশগুলোর মধ্যে একটি দক্ষিণ কোরিয়া। বছরে দেশটির সরকারি কর্মচারীরা গড়ে ২৭৩৯ ঘন্টা কাজ করেন বলে জানানো হয়েছে।

সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট জানায়, সামনের তিন মাস ধরে এই উদ্যোগটি বাস্তবায়ন করা হবে, যা শুরু হচ্ছে ৩০ মার্চ।

এই পরিকল্পনার তিনটি ধাপ রয়েছে দক্ষিণ কোরীয় সরকারের। প্রথম ধাপে রাত ৮ টায় দ্বিতীয় ধাপে সন্ধ্যা ৭.৩০ টায় এবং শেষ ধাপে সন্ধ্যা ৭ টায় কর্মীদের কম্পিউটার বন্ধ করে দেওয়া হবে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বিশেষ পরিস্তিতিতে কিছুটা ছাড় দেওয়া হবে। ইতোমধ্যেই ৬৭.১ শতাংশ সরকারি কর্মচারী ছাড় পাওয়ার জন্য আবেদন করেছেন বলেও জানানো হয়েছে।

চলতি মাসের শুরুতেই সাপ্তাহিক কর্মঘন্টা ৬৮ ঘন্টা থেকে কমিয়ে ৫২ ঘন্টায় আনতে আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। বিডিনিউজ থেকে।