Search
Close this search box.
Search
Close this search box.

mossarof karimআমি আমার হেটার্সদেরও ভালোবাসি- এমনটাই মন্তব্য করলেন মোশাররফ করিম। আজ রবিবার সোশ্যাল মিডিয়া ফেসবুক হ্যান্ডেলে নিজের একটি সম্প্রতি সময়ের তোলা ছবি পোস্ট করেছেন মোশাররফ করিম। সেই ছবির ক্যাপশনেই উপরোক্ত ক্যাপশন জুড়ে দেন জনপ্রিয় এই অভিনেতা।

সম্প্রতি ধর্ষণ ও পোশাক বিষয়ে একটি টেলিভিশন শো-তে অভিমত বক্তব্য তুলে ধরেন মোশাররফ করিম। এরপর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। যদিও মোশাররফ করিম বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

chardike-ad

এ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক পেইজে নিজের বক্তব্যও পরিস্কার করেছেন মোশাররফ করিম। তারপরেও যেন থামছে না আলোচনা সমালোচনার ঝড়।

মোশার্ফ করিম গণমাধ্যমকে বলেছেন, ‘পুরো অনুষ্ঠানটি দেখুন। তারপর বুঝুন, আমি আসলে কী বোঝাতে চেয়েছি। এটা শুধুই ভুল বোঝাবুঝি। আমি যা নই, তাই বলা হচ্ছে। ভুল বোঝাবুঝিতে যারা কষ্ট পাচ্ছেন, তাদের এমন কথাতেও আমি ব্যথিত হচ্ছি, কষ্ট পাচ্ছি।

তিনি বলেন, ‘আমি কেমন মানুষ, তা আমার আশেপাশে যারা থাকেন তারা হয়তো জানেন। নিজের কথা নিজে বলতে সবসময়ই আমি চরম বিব্রত বোধ করি।’

‘ভুল বোঝাবুঝি’ নিয়ে বৃহস্পতিবার নিজের ওই পোস্টে দুঃখও প্রকাশ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।