Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বিভিন্ন দলগুলো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ শুক্রবার বড় বড় দলগুলো মাঠে নামবে। সেই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি স্পেন, ফ্রান্সের মতো দলগুলো। অবশ্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ।

chardike-ad

আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় রাশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু। শুধু এই ম্যাচ নয়, রাত ১টা ৪৫ মিনিটে জার্মানি ও স্পেনের হাইভোল্টেজ ম্যাচটিও সম্প্রচার করবে চ্যানেলটি।

এদিকে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতালি। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন ওয়ান।

এ ছাড়া ফ্রান্স-কলম্বিয়ার ম্যাচটি দিবাগত রাত ২টা থেকে সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের টিভি সূচি :

ব্রাজিল-রাশিয়া

সরাসরি, রাত ১০টা;

জার্মানি-স্পেন

সরাসরি দিবাগত রাত ১টা ৪৫টা

সনি টেন টু।

 

আর্জেন্টিনা-ইতালি

সরাসরি, দিবাগত রাত ১টা ৪৫টা

সনি টেন ওয়ান।

 

ফ্রান্স-কলম্বিয়া

সরাসরি, দিবাগত রাত ২টা

সনি সিক্স ও সনি সিক্স এইচডি।