রোমাঞ্চকর এক লড়াইয়ে আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপে দর্শক বনে গেল জিম্বাবুয়ে। সুপার সিক্সের লড়াইয়ে জিততেই হবে— এমন সমীকরণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিম্বাবুয়ের হার ৩ রানে। তাদের হারে বিশ্বকাপ স্বপ্ন বেঁচে থাকল সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দুই দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। আজ এ দুই দলের লড়াইয়ে বিজয়ীরা খেলবে বিশ্বকাপে।
আমিরাতিরা ৪৭.৫ ওভারে ২৩৫ রান তোলার পর বৃষ্টি নামে। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৩০ রান। তারা ৭ উইকেটে ২২৬ রান তুলতে সমর্থ হয়।
১৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৪৫ রানে ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপদ বাড়ান আহমেদ রাজা। তবে চতুর্থ উইকেট জুটিতে দলকে দারুণভাবে টেনে নেন পিটার মুর ও শন উইলিয়ামস। দলীয় ১২৪ রানে ফিরে যান মুর (৩৯)। এরপর ৩৪ রান করা সিকান্দার রাজা ও ৮০ রান করা উইলিয়ামসকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে আমিরাত। শেষ পর্যন্ত ২২৬ পর্যন্ত তুলে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।
৫ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের সংগ্রহ ৫ পয়েন্ট। ৪ ম্যাচ খেলা আয়ারল্যান্ড ও আফগানিস্তানের সংগ্রহ সমান ৪ করে। ক্রিকইনফো