ছুটি পেলেই বিদেশ ছুটে যাওয়া কোরিয়ানদের মধ্যে পিতামাতাকে সাথে নিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। কোরিয়ার সবচেয়ে বড় ট্যুর অপারেটর হানা ট্যুর জানিয়েছে গত বছর ২ লাখ ৭৪ হাজার কোরিয়ান তাদের বাবা মাকে সাথে নিয়ে বিদেশে ট্যুরে গিয়েছেন। ২০১২ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার। মাত্র ৬ বছরের ব্যবধানে বিদেশ সফরে পিতামাতাকে সঙ্গী হিসেবে নেওয়ার সংখ্যা বেড়েছে ৯১.৫ শতাংশের বেশি।
২০১৭ সালে বিদেশ ভ্রমণকারীদের ১৮.৬ শতাংশই তাদের বাবা মাকে সঙ্গে নিয়েছেন। পারিবারিক এই ভ্রমণগুলোর ৩১.৩ শতাংশ ভ্রমণকারীর কাছে প্রিয় গন্তব্য ছিল জাপান। ১৩.২ শতাংশে পছন্দের তালিকায় ছিল ভিয়েতনাম। এরপর যথাক্রমে ৮.৯ শতাংশ চীন, ৮.৩ শতাংশ থাইল্যান্ড এবং ৭.৭ শতাংশ ইউরোপকে গন্তব্য হিসেবে নিয়েছে।
হানিয়াং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লি হিউন বলেন ‘এইটি একটি নতুন প্রবণতা। আর্থিকভাবে সামর্থবান বয়স্ক ব্যাক্তিদের মধ্যে এই প্রবণতা বাড়ছে। এই ক্ষেত্রে বিভিন্ন টিভি প্রোগ্রাম একটি বড় ভূমিকা পালন করছে’।