Search
Close this search box.
Search
Close this search box.

দীর্ঘদিন পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের বরফ গলছে। তারই অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার কে-পপ স্টার্স উত্তর কোরিয়ায় সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে।

chardike-ad

ঐতিহাসিক গ্রাম পানমুনজুমে আন্তঃকোরীয় বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, কনর্সাট পরিবেশনের জন্যে সিউল আগামী ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চারদিনের সফরে উত্তর কোরিয়ায় ১৬০ শিল্পীর একটি দল পাঠাবে। দক্ষিণ কোরিয়ার শিল্পীরা সর্বশেষ ২০০৭ সালে উত্তর কোরিয়ায় সঙ্গীত পরিবেশন করেছিল।

সঙ্গীত দলে থাকছেন দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট পপ শিল্পী চো ইয়াং পিল, চই জিন হেসহ ৫ সদস্য বিশিষ্ট কে-পপ গ্রুপের শিল্পীরা।