Search
Close this search box.
Search
Close this search box.

ডিজিটাল যুগে অনলাইন কেনাকাটার প্রসার ঘটছে। এখন বাজারে না গিয়ে ঘরে বসেই অনলাইনে পণ্য কেনার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে অনলাইন কেনাকাটায় পুরুষের চেয়ে নারীদের আগ্রহ বেশি। পুরুষেরা আগের মতো দোকানে গিয়ে পণ্য কিনতে পছন্দ করেন। ফাস্ট ইনসাইট নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের জরিপে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিষ্ঠানটি গতকাল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শপ টক সম্মেলনে এ তথ্য তুলে ধরেছে। খবর সিএনবিসি।

chardike-ad

ফাস্ট ইনসাইটের তথ্যমতে, পণ্য কেনাকাটার ক্ষেত্রে নারীরা ইন্টারনেটের ওপর ক্রমবর্ধমান হারে নির্ভরশীল হয়ে পড়ছেন। তবে পুরুষেরা নারীদের মতো অনলাইনে কেনাকাটায় ততটা আগ্রহী নয়,  বরং তারা বাজারে গিয়ে পণ্য ক্রয়ে বেশি আগ্রহী।

জরিপের তথ্যমতে, ই-কমার্স জায়ান্ট অ্যামাজন  থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষেরা পিছিয়ে রয়েছেন। তবে সীমিতসংখ্যক পুরুষ অ্যামাজন প্রাইম সাবস্ক্রাইব করেছেন। আবার বেশকিছু পুরুষ মোবাইল শপিংয়ের মাধ্যমে পণ্য কেনেন।

ফাস্ট ইনসাইটের বিশ্লেষক গ্রেগ পেট্রো বলেন, পুরুষেরা স্টোরে গিয়ে পণ্য স্পর্শ করার পরেই তা কিনতে চান। তারা পণ্য কেনার ক্ষেত্রে দরদাম করতে পছন্দ করেন। এ কারণে তারা অনলাইনের চেয়ে দোকানে গিয়ে পণ্য কেনায় আগ্রহ দেখান। অন্যদিকে নারীরা দোকানে দিয়ে পণ্য ক্রয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এ কারণে তারা ইন্টারনেটে কেনাকাটাকে বেছে নেন।

ফাস্ট ইনসাইট গত ডিসেম্বরে নারী ও পুরুষের কেনাকাটা সম্পর্কে জানতে অনলাইন ও অফলাইনে এক হাজার ক্রেতার ওপর এ জরিপ চালায়।