শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের টয়লেট থেকে প্রায় পৌনে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটের টয়লেট থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের একটি দল বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে বিমানবন্দরে তল্লাশি তালায়। স্বর্ণের বারগুলো টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে শুল্ক আইন-১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।