নিয়মিত বিদ্যুৎ থাকে না তাই অপারেশনের জন্য ডাক্তারও অনিয়মিত। আর এমন অজুহাত দেখিয়েই সিকিউরিটি গার্ডকে দিয়ে রোগীর অস্ত্রোপচার (অপারেশন) করালেন হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতের বিহারের সহরসা সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে। খবর এবেলার।
সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, খাকি বস্ত্র পরা এক ব্যক্তি রোগীর কাটা অংশ সেলাই করছেন। তবে তিনি কোনও চিকিৎসক নন। তিনি ওই হাসপাতালের গার্ড বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় আক্রান্ত এক মহিলা ভর্তি হয়েছিল ওই হাসপাতালে। কিন্তু সেই মুহূর্তে হাসপাতালে লোডশেডিং থাকায় স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থায় টর্চের আলোতে মহিলার অস্ত্রোপচার শুরু হয়। ঘটনাটি কবে ঘটেছে, তা এখনও প্রকাশ পায়নি।
হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রায়শই লোডশেডিং হয় সেখানে। জেনারেটারের ব্যবস্থাও না থাকায় টর্চের আলোতেই রোগীদের চিকিৎসা করেন ডাক্তাররা। তবে এক্ষেত্রে মহিলার অস্ত্রোপচারের জন্য কেন কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। কিন্তু ওই খাকি পোশাকের লোকটির পরিচয়ও জানাতে অস্বীকার করেন তিনি।