Search
Close this search box.
Search
Close this search box.

shakib-al-hassan-reacts-with-umpireনিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের আগে অপ্রীতিকর ঘটনানোর অভিযোগে গত শুক্রবারই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও রিজার্ভ খেলোয়াড় নুরুল হাসানকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

কিন্তু শ্রীলঙ্কান দল এই শাস্তিতে খুশি নয় বলে জানা গেছে। দেশটির ক্রিকেট বোর্ড লিখিতভাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে আবেদন করেছে, ড্রেসিং রুমে কাঁচ ভাঙার দায়ে বাংলাদেশ দলের শাস্তি বাড়ানো হোক। তারা চান, অন্তত সাকিবকে যেন ভারতের বিপক্ষে ফাইনালে সাসপেন্ড করা হয়।

chardike-ad

প্রাথমিকভাবে জানা গেছে, বাইরের দিকে মুখ করে থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন খেলোয়াড় দৌড়ে বেরিয়ে যাচ্ছেন ড্রেসিং রুম থেকে। ধারণা করা হচ্ছে, ওই মুহূর্তেই ভেঙেছে দরজার কাঁচ। তবে বাংলাদেশের খেলোয়াড়রা যে ইচ্ছে করে দরজা ভাঙেননি, সেটা অবশ্য উঠে এসেছে প্রাথমিক অনুসন্ধানে।

এদিকে ম্যাচ রেফারি ক্রিস ব্রড তার রিপোর্টে বলেছেন, শুক্রবারের ঘটনা ছিল হতাশাজনক। ক্রিকেটের কোনও পর্যায়ে খেলোয়াড়দের কাছ থেকে এমন আচরণ কাঙ্ক্ষিত নয়। আমি জানি, এখানে উত্তেজনা কাজ করছিল। কিন্তু দুই খেলোয়াড়ের এমন কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। যদি চতুর্থ আম্পায়ার সাকিবকে না থামাতেন ও মাঠের আম্পায়ার যদি থিসারা পেরেরা ও নুরুল হাসানকে না আটকাতেন, তাহলে আরও খারাপ কিছু ঘটতে পারতো।

গতকাল শনিবার সকালে নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন সাকিব ও নুরুল হাসান। তাই শুনানির দরকার নেই বলে জানান ম্যাচ রেফারি।

বাংলাদেশের ইনিংসের ১৯.২ ওভারের সময় লেগ আম্পায়ার নো বল কল দিলেও পরে দুই আম্পায়ার মিলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর প্রতিবাদ জানিয়ে মাহমুদউল্লাহ ও রুবেল হোসেনকে মাঠ ছেড়ে আসার ডাক দেন সাকিব। এর কিছুক্ষণ আগে রিজার্ভ খেলোয়াড় নুরুল হাসান পানি নিয়ে মাঠে ঢোকার পর শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে প্রতিপক্ষ অধিনায়ক থিসারা পেরেরার দিকে আঙুল উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করেন।