শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহসিক জয় দিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। আজ সন্ধ্যা সারে সাতটায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই বছর আগের সেই ফাইনালে হেরে গেলেও তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার জয়ের ব্যাপারে আশাবাদী। তবে সতীর্থদের ভারতের চার ক্রিকেটারের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মাশরাফি।
মাশরাফি বলেন, “রোহিত আর ধাওয়ান, এই দুইটা উইকেট যদি দ্রুত নিতে পারি তাহলে ম্যাচটা আমাদের হাতে থাকবে। এই দুই জন নিয়মিত টি-টোয়েন্টি খেলে। তাদের দ্রুত আউট করা খুব গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন “ব্যাটিংয়ের সময় চাহাল ও ওয়াশিংটনকে ঠিক মতো সামলানোও আমাদের জন্য বড় ব্যাপার হবে। এই চার খেলোয়াড়ের জন্য আমাদের ভালো পরিকল্পনা থাকলে ম্যাচ আমাদের পক্ষে আসার খুব ভালো সম্ভাবনা আছে।”
উল্লেখ্য, দেশের মাটিতে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ২০১৬ সালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের অধিনায়ক মাশরাফি এবার হয়ে আছেন উন্মুখ সাকিব-মাহমুদউল্লাহদের হাতে একটি শিরোপা দেখতে।