প্রথম দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া জয়ে ৩৫ বলে ৭২ রানের ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। সেই লঙ্কানদের বিপক্ষেই ১৮ বলে অপরাজিত ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলে বাংলাদেশকে নিধাস ট্রফির ফাইনালে টেনে নিলেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ খেলোয়াড়দের এমন কীর্তি দেখে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘অভিজ্ঞতা বাজারের জিনিস না…।’
শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম বলে কোন রান হয়নি। দ্বিতীয় বলও ডট। বাই রানের জন্য ছুটে রানআউট হয়ে যান মোস্তাফিজ। তৃতীয় বলে স্ট্রাইক পান মাহমুদউল্লাহ।
তখন অফস্টাম্পের বাইরে করা উদানার স্লোয়ার ডেলিভারিতে কাভারের উপর দিয়ে হাঁকান চার। চতুর্থ বলে দুই রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ ২ বলে ৬ রানের সমীকরণ মেলান ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে। এক বল হাতে রেখে ১৬০ রান তাড়া করে ম্যাচ জেতে বাংলাদেশ।
সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশায় আচ্ছন্ন বাংলাদেশ দল যখন কলম্বো পৌঁছায়, মিরপুরে একাডেমি মাঠে বসে মাশরাফি বিন মোর্ত্তজা বলেছিলেন, এই দলে এমনকিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। একটা জয়ই পাল্টে দিতে পারে সব।
দলের উপর মাশরাফির বিশ্বাসের জায়গাজুড়ে ছিল অভিজ্ঞরা। সেই অভিজ্ঞরাই বড় মঞ্চে পাচ্ছেন সফলতা। বাংলাদেশকে এনে দিচ্ছেন আনন্দের উপলক্ষ। মুশফিকের পর নায়ক এবার মাহমুদউল্লাহ। অভিজ্ঞদের সাফল্যে উচ্ছ্বসিত টাইগারদের ওয়ানডে অধিনায়ক।