Search
Close this search box.
Search
Close this search box.

bangladeshক্রীড়া ডেস্ক : নিদাহাস ট্রফির প্রাথমিক পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ৭ উইকেকেট ১৫৯ রান করেছে স্বাগতিক লঙ্কানরা।

স্কোর: শ্রীলঙ্কা ১৫৯/৭ (২০ওভার শেষে)।

chardike-ad

ফিফটির পর থিসারাকে ফেরালেন রুবেল: শেষ ওভারে থিসারা পেরেরাকে ফেরালেন রুবেল হোসেন। ব্যক্তিগত ৫৮ রানের মাথায় মিড উইকেটে তামিমের হাতে ক্যাচ দিয়ে থিসারা পেরেরাকে সাজঘরে পাঠান রুবেল হোসেন।

প্রতিরোধ ভাঙলেন সৌম্য: ষষ্ঠ উইকেট জুটিতে শতরা করতে মাত্র ৩ রান দুরে ছিলেন কুশল ও থিসারা পেরারা। উইকেটে দুর্দান্ত হয়ে উঠা কুশল পেরেরাকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন সৌম্য সরকার। ইনিংসের ১৯তম ওভারে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬১ রানের মাথায় কুশল পেরেরাকে ফেরান সৌম্য।

পেরেরার ফিফটি: দলের টপঅর্ডারদের ব্যর্থতার দিনে দলকে একাই টানছেন কুশাল পেরেরা। দলের দু:সময়ে ৩২ বলে ফিফটি করেছেন তিনি। ব্যক্তিগত ৫০ রান পূরন করতে ৬টি চার ও ১টি ছক্কার মার মেরেছেন পেরেরা। ইনিংসের ১৫তম ওভারের দ্বিতীয় বলে সৌম্যর বলে সিঙ্গেল নিয়ে ফিফটির উচ্ছ্বাসে মাতেন তিনি। তার ফিফটিতে ভর করে দলীয় শতরান ছাড়িয়েছে শ্রীলঙ্কা।

জিবনকে বিদায় করলেন মিরাজ: ইনিংসের নবম ওভারে এসে উইকেট পেলেন মিরাজ। স্বাগতিক অলরাউন্ডার জিবন মেন্ডিসকে ফিরিয়েছেন তিনি। মিরাজের বলে শর্ট ফাইন লেগে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে বিদায় হন জিবন।

শানাকাকে ফেরালেন মুস্তাফিজ: নিজের প্রথম ওভারেই মেডেন উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে আরও ভয়ঙ্কর এ কাটার মাস্টার। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে থারাঙ্গার রানআউটের পর চতুর্থ বলে গোল্ডন ডাক মেরে মাঠ ছাড়েন দাসুন শানাকা। মুস্তাফিজের অফ কাটার বুঝতে না পরে ধরা পড়েন তিনি। মুস্তাফিজের কাটার শানাকার ব্যাটের কানা স্পর্শ করে মুশফিকের গ্লাভসে বন্দি হয়।

রান আউটে কাটা পড়লেন থারাঙ্গা: টপঅর্ডারদের ব্যর্থতার মিছিলে যোগ দিলেন উপুল থারাঙ্গাও। অভিজ্ঞ এ লঙ্কান ক্রিকেটার কাটা পড়লেন রান আউটের খড়গে। মিডউইকেটে সফট হ্যান্ডে ঠেলে দিয়ে রান নিতে চাইছিলেন তিনি। কিন্তু সেখানকার তৎপর ফিল্ডার মিরাজ আর বোলার মুস্তাফিজ সতর্ক থাকায় রানআউট হয়ে ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফেরেন থারাঙ্গা।

সাকিবের পর মুস্তাফিজরে আঘাত: নিজের প্রথম ওভারেই বোলিং করতে এসেই মেডেন উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ ওভারে লঙ্কান ওপেনার কুশাল মেন্ডিসকে সাজঘরে পাঠান মুস্তাফিজ। ক্রিজে ভয়ঙ্কর হয়ে উঠার আগে ব্যক্তিগত ১১ রানের মাথায় মিডউইকেটে সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে মেন্ডিসকে বিদায় করেন মুস্তাফিজ।

শুরুতেই সাকিবের আঘাত: নিজের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসে সাফল্য এনে দিলেন সাকিব আল হাসান। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই সাকিবকে লং অনের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন গুনাথিলাকা। কিন্তু ঠিকমতো টাইমিং না হওয়ায় সেটি সাব্বির রহমানের হাতে তালুবন্দি হয়। সাব্বিরের স্মার্ট ক্যাচে ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন গুনাথিলাকা।

একই পথে হাটলেন সাকিবও: আঙুলের চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে নিদাহাস ট্রফিতে ফিরলেন সাকিব। নিজের প্রথম ম্যাচেই ভাগ্যকে পাশে পেলেন বাংলাদেশি অলরাউন্ডার। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচেই টস জেতা অধিনায়ক বোলিং নিলেন। অন্যদের মতো সাকিবও আজ টস জিতে বোলিং বেছে নিলেন।

রনি হায়দারের পরিবর্তে সাকিব: বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। আবু হায়দার রনির পরিবর্তে খেলছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কা দলে দুই পরিবর্তন: বাংলাদেশের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে আজ দলে দুই পরিবর্তন নিয়ে নামছে শ্রীলঙ্কা। সুরঙ্গা লাকমাল ও দুশমান্থ চামেরার পরিবর্তে দলে এসেছেন ইসুরু উদানা ও আমিলা আপন্সো।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, ইসুরু উদানা, আকিলা দনঞ্জয়া, নুয়ান প্রদিপ, আমিলা আপোন্সো।

ফাইনালে চোখ বাংলাদেশের: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম পর্বের এই শেষ ম্যাচটি আজ রূপ নিয়েছে অঘোষিত সেমিফাইনালে। আজ জিতলেই বিজয়ী দল রোববারের ফাইনালে খেলবে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ফেরায় আজ বাড়তি আত্মবিশ্বাস পাবে টাইগার শিবিরে। অন্যদিকে এই ম্যাচে জিতে ঘরের মাঠে ফাইনাল খেলার অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কাও।