Search
Close this search box.
Search
Close this search box.

hannanপুরাতন বইপত্র, ভাঙারি ক্রেতা আব্দুল হান্নান মিয়া খুবই গরিব মানুষ। সারাদিন ভাঙারি আর বইপত্র এসব কিনে বিক্রি করে কামায় হয় বড়জোর ২০০ থেকে ৩০০ টাকা।

কিন্তু ১৬ টাকায় ২ কেজি বই কিনে বইয়ের ভিতর পেয়েছেন ১১৪ টাকা। সেই টাকা ফেরত দিতে বই বিক্রেতাকে খুঁজে বের করেছেন তিনি। এর আগেও তিনি প্লাস্টিক বোতলের ভিতর ২০ হাজার টাকা পেয়ে ফেরত দিয়েছেন।

chardike-ad

অভাবী অথচ নির্লোভ এই মানুষগুলোকে দেখতে শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত হয়ে আসে। যে সমাজে মাথায় পিস্তল ঠেকিয়ে আর পকেট কেটে মানুষের টকা হাতাতে ব্যস্ত সবাই। সেই পচে যাওয়া এই সমাজে তোমারাই আমাদের আদর্শ।

মনে হয় এই হান্নানদের কাছে অনেক কিছু শেখার আছে! তাই সালাম হে আব্দুল হান্নান।

বুলবুল আহমেদের ফেসবুক ওয়াল থেকে নেয়া