Search
Close this search box.
Search
Close this search box.

bangladeshনেপালের কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাহত বাংলাদেশ। সেই শোক ছুঁয়ে গেছে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশ ক্রিকেট দলকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাইগার ক্রিকেটাররা।

মাঠেও থাকবে শোকার্তদের প্রতি সমবেদনার বার্তা। ভারতের বিপক্ষেআগামীকাল ১৪ মার্চ বুধবারের ম্যাচে কালো ব্যাজ পরে নামবেন মাহমুদউল্লাহরা। কালো ব্যাজ পরে মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

chardike-ad

কলম্বোয় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারতের টি-টুয়েন্টির লড়াই।

এ বিষয়ে মাহমুদউল্লাহ জানান, দুর্ঘটনার খবর শোনার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটাররা হতাহতের খবর রাখার চেষ্টা করেছেন। বাংলাদেশ দল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে।

তিনি বলেন, আমরা যখন খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। ৩৫ থেকে ৪০ জন বাংলাদেশি ছিলেন বলে শুনেছি। তারা কারও না কারও কাছের মানুষ। খুবই মর্মান্তিক, বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনদের সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তাদের পরিবার-স্বজনদের শোক বইবার ক্ষমতা দেন।