গ্রামীণফোনের অপারেটরের গ্রাহকরা নেপালে ফ্রি কল করতে পারবেন। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নেপালে যোগাযোগের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে এই মোবাইল অপারেটর কোম্পানি।
সোমবার রাত সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই ফ্রি কলের ব্যবস্থা ১৪ তারিখ রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
এ সময়ের মধ্যে বাংলাদেশে থেকে গ্রামীণফোনের যেকোনো নম্বর থেকে নেপালের যেকোনো নম্বরে ফ্রি কথা বলা যাবে বলে প্রথম আলোকে জানিয়েছেন গ্রামীণফোনের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ হাসান।