নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের নিহত কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়ে হিয়াকে নিয়ে বাড়ির কাজের বুয়া পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বুয়াকে আটক করলেও ওই বাচ্চাটিকে এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, সোমবার বিমান বিধ্বস্তের খবর শুনে কাজের বুয়া মেয়েটিকে চুরি করে পালিয়ে যায়। পরে এ ঘটনা থানায় অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে কাজের বুয়া রুনাকে (৩০) উত্তরা পশ্চিম থানার ২৩নং সড়কের পাশের একটি বাসা থেকে আটক করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই মো. সাদেক ও এসআই মো. আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে বার্তা সংস্থাটি নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে নিহতের সংখ্যা অন্তত ৫০ বলে উল্লেখ করেছিল। তবে বার্তা সংস্থা এএফপি বলেছে, এই দুর্ঘটনায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে।